সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুরে ভুমি বিরোধের জেরে বৃদ্ধ বাদশা মিয়া (৭৫) ও তার ছেলে অাবু ইউছুফ (৩২) কে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১০টায় জিৎপুর অাকরাম অালি বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদশা মিয়ার ছেলে মো. ইয়াছিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ রুজু করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই সময় বাগান বাড়ীর ১ টি বাঁশ গাছ কাটার জেরে বাদশা মিয়ার সাথে প্রতিপক্ষ একই বাড়ীর জামাল উদ্দিনের বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে জামাল উদ্দিন ও তার ছেলে মহি উদ্দিন সহ ৪/৫ জন দেশীয় অস্ত্র দিয়ে বৃদ্ধ বাদশা মিয়া এবং ছেলে ইউছুফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করে।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ওই বাড়ীতে অভিযান চালিয়ে প্রধান অাসামী জামাল উদ্দিন কে অাটক করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে জামাল উদ্দিন(৪৫)কে অাটক করেছে এসআই মোস্তাক অাহমেদ। বাকীদের দ্রুত অাইনের অাওতায় অানা হবে।