নিউজ ডেস্কঃ কক্সবাজার রামুতে সাংবাদিক আবদুল মালেক সিকদারকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, বুধবার সকালে রামুতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র হামলার শিকার হয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্বার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ।
হামলাকারিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী বিএমএসএফ’র। অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের আহবান জানানো হয়। স্বরাস্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ।