মোঃ আলাউদ্দীন, চট্টগ্রাম :
গত ২৭ জুন রাত ৯ঘটিকার সময় র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে মোঃ তানভীর ইসলাম (২৫), মোঃ রাসেল (২৪), মোঃ জামাল (২০), মোঃ নাঈম (২২), মোঃ হৃদয় মিয়া (৩০), মোঃ শিপন (৩২), এবং মোঃ জহির (২৩)কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লক্ষ ২ হাজার ১০০ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।