হিউমেনেতারিয়া দে বাংলাদেশ, কাতালোনিয়ার মতবিনিময় সভা | বাংলারদর্পন

মুজিবুর রাহমান তোতা, বার্সেলনা ( স্পেন) থেকে :

বার্সেলনায় এসোশিয়েশন হিউমেনেতারিয়া দে বাংলাদেশ কাতালোনিয়ার মত বিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে  । ২৭ জুন  বুধবার স্থানীয় একটি হোটেলে এসোশিয়েশন হিউমেনেতারিয়া দে বাংলাদেশের উদ্যোগে উক্ত সভা অনুৃষ্ঠিত হয়।

আগামী ১৫ জুলাই বার্সেলনায় বাংলার মেলা ঝাকজমক ভাবে উৎযাপনের সিদ্ধান্ত  হয় । সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক  শফিক খানের পরিচালনায়  ,বক্তব্য্ রাখেন কমিউনিটির নেতা মাজহারুল ইসলাম (মিন্টু),  আওয়াল আহমেদ, আলাউদ্দিন হক নিসা্ , আবুল কালাম আজাদ (দুলাল) , ফারুক মিয়া , আলমামুন (লেবু) , মুজিবুর রাহমান (তুতো) ,আফাজ জনি  ,নজরুল ইসলাম , দেলোয়ার আহমদ (মুরাদ) , শফিকুল রহমান , আ: কাইয়ুম , শামিম হাওলাদার, আবুল কালাম আজাদ , আনোয়ার হোসেন চৌ:, ছালেহ উদ্দিন , শাহ আলম স্বাধীন , মো: হিরা আলম , শাহ মইনুল ইসলাম , শফিউল আলম , রফিক উদ্দিন , আ: সুবহান , সুলতান আহমেদ।

বক্তারা মেলায় বাংলার কালচার্ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যাশা জ্ঞাপন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *