মো. স্বপন :
বাঙালির সবচেয়ে বড় অসম্প্রদায়িক উৎসব নববর্ষ। জরা-জীর্ণকে পেছনে ফেলে নতুনকে বরণ করে নিতে বাহারাইন বাংলা দেশ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজন করেছে পহেলা বৈশাখ।
এই উৎসবের মধ্যদিয়ে বাঙালি জাতি তার আপন সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন তাৎপর্যে উপলব্ধি করার গৌরব বোধ করবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবে হাজার বছরের সংস্কৃতির চেতনায় বিকশিত হোক বাহারাইনেরর প্রবাসীসহ সকল বাঙালির দেহ মনে
এসময় বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তাসহ
বাংলাদেশ থেকে ৫ দিনের সফরে বাহারাইন আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ ইসরাফিল আলম এমপি মহোদয়ের নের্তৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর সম্মানিত সচিব বেগম শামছুন নাহার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর পরিচালক ( যুগ্ম সচিব) জনাব মোঃ তাজুল ইসলাম, অনার্স কল্যাণ বোর্ডের পরিচালক ( যুগ্ম সচিব) জনাব মোঃ শফিকুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর সম্মানিত উপ সচিব জনাব আবুল হাছানাত হুমায়ুন কবির উপস্থিত ছিলেন
বাহারাইন বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশি অভিবাসী উপস্থিত ছিলেন।
আয়োজনে পান্তা ইলিশ নানান স্বাদের ভর্তা মুড়কি চটপটি মিঠাইসহ দেশীয় খাবারের ছিল রকমারি বাহার
নারীরা লাল সাদা শাড়ি পুরুষের পরনে নকশা করা পাঞ্জাবি ও ফতুয়া বিদেশিদের কাছে বাঙালির সংস্কৃতি আরও আর্কষণীয় করে তোলে বাহারাইন বাংলাদেশি প্রবাসীরা
বাংলা গান নৃত্য কবিতার আসর এ সবকিছু মিলিয়ে আয়োজনটি ছিল বাহারাইন প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ।