মো: স্বপন, বাহারাইন থেকে : বাহারাইনে ৭ কোটি টাকায় গাড়ীর নাম্বার প্লেট ক্রয় করেছেন বাংলাদেশী ব্যাবসায়ী।
জানা যায়, কুমিল্লা জেলার মোহাম্মদ হানিফ বাহরাইনে দীর্ঘদিন যাবৎ ব্যাবসা করে অাসছেন। বাংলাদেশী প্রায় সাত কোটি টাকা দিয়ে ( ৩৬০০০০ তিন লাখ ষাট হাজার বাহরাইনি দিনার) একটি গাাড়ির নাম্বার ক্রয় করেন, নাম্বারটি হলো ৬০০০০০।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, স্থানীয় এক ব্যাবসায়ীর কাছ থেকে শখের বসেই ওই নাম্বার টি ক্রয় করেছেন।