ঘুর্নিঝড় ‘কুক’ ধেয়ে আসছে নিউজিল্যান্ডে

 

বাংলার দর্পন ডটকম  ডেস্ক:

প্রলয়ঙ্করী ঝড় ‘কুক’ ধেয়ে আসছে নিউজিল্যান্ডে। এ কারণে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় দ্বীপের পূর্ব উপকূলের শহরবাসীদের প্রায় সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ ঝড় হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির ঝড়টি বিশাল জায়গা জুড়ে তটরেখা তৈরি করবে বলে সন্দেহ করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা নাগাদ তা উপকূলে আঁচড়ে পড়তে পারে। তীব্র বাতাসের সঙ্গে উঁচু ঢেউসহ ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগেও ঘূর্ণিঝড় ‘দেবি’র কারণে দেশটির অনেক জায়গায় তীব্র বন্যা দেখা দেয়। ফলে আসন্ন ঝড়টির কারণে বড় ধরণের সতর্কতা অবলম্বন করছে নিউজিল্যান্ড সরকার। এরইমধ্যে দেশের উত্তরাঞ্চলীয় দ্বীপগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয়দের যতো দ্রুত সম্ভব অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *