কক্সবাজার :
কক্সবাজার জেলার চকরিয়ায় মা-মেয়েকে চোর আখ্যা দিয়ে এক রশিদে বেধে পেটানোর অভিযোগ উঠেছে হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের বিরুদ্ধে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে চকরিয়ার হারবাং ইউনিয়নের পহর চাঁদা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,চেয়ারম্যান মিরানুল বিবাহিত হওয়া স্বত্বেও কিছুদিন পুর্বে এক মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। মেয়ের পরিবার ওই প্রস্তাব নাকচ করে দেয়ার পর ক্ষিপ্ত হন চেয়ারম্যান মিরানুল ।
গত শুক্রবার দুপুরে চোর আখ্যা দিয়ে ওই মেয়ে ও তার মা -বোনকে পিটিয়ে জখম করে চেয়ারম্যানের অনুসারীরা। পরে তিনজনকে এক রশিতে বেধে পরিষদ কার্যালয়ে নিয়ে খুটির সাথে বেধে রাখেন।
ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করেন।
চকরিয়ার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনার পর থেকেই চেয়ারম্যান মিরানুল ইসলাম ও সহযোগিরা ঘা-ঢাকা দিয়েছে। দ্রুত আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
মধ্যযুগীয় কায়দায় এমন বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার চেয়েছেন মানবাধিকার ও নারী সংগঠন। ছবিতে -চেয়ারম্যান মিরানুল ও নির্যাতিত পরিবার । বাংলারদর্পণ