আব্দুর রহিম,খাগড়াছড়ি সংবাদাতা-
খাগড়াছড়ি বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “বৃক্ষরোপন করে যে, সম্পদশালী হয় সে,” এই স্লোগান নিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা।
আজ(বুধবার)সকাল ১০.০০ টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন,স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার আলী আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোমিনুর রশীদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তরুন ভট্টাচার্য।
মেলার উদ্বোধনের আগে,একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মেলায়, স্থানীয় ভাবে ২০ টি স্টল অংশ গ্রহন করেছে।