সোনাগাজী প্রতিনিধি >> ফেনীর সোনাগাজী উপজেলা প্রশাসনের অায়োজনে জনসাধারণের সাথে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের গণশুনানী অনুৃষ্ঠিত হয়েছে।
এতে বগাদানায় চলাচলের পথ বন্ধ, জাতীয় পতাকার অবমাননা, অামিরাবাদে বাড়তি টেক্স অাদায়, দরদরবেশে ভুমি জবর দখল, সুজাপুরে ঠিকাদার কর্তৃক বাড়ী উচ্ছেদ, মজলিশপুরে জলাবদ্ধতা, কালিদাস পাহালিয়া ও ছোট ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ছাড়াইতকান্দিতে জাল দলিল সৃজনসহ স্থানীয় , পারিবারিক ও নানাবিধ সমস্যা নিয়ে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান এর সভাপতিত্বে অারও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) নিজাম উদ্দিন অাহমেদ, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান অাজিজুল হক হিরন, মাধ্যমিক শিক্ষা অফিসার অাল মমিন, কৃষি অফিসার সাজ্জাদুল ইসলাম, পল্লী বিদ্যুতের জিডিএম মহি উদ্দিন মোশায়েদুল্যাহ, মডেল থানার পরিদর্শক হারুনুর রশিদ , সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, চেয়ারম্যান জহিরুল অালম জহির, এমএ হোসেন, ইসহাক খোকন, নুরুল ইসলাম ভুট্টো, মোশারফ হোসেন বাদল, ক্রীড়া সংস্থার সাধারন সস্পাদক নাছির উদ্দিন রিপন প্রমূখ।