ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে এসএসসির ফরম পুরণে অতিরিক্ত ফি অাদায়ের অভিযোগ

 

 

ফেনী প্রতিনিধি : ফেনী পৌরসভাস্থ সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সনের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরনে অতিরিক্ত ফি অাদায়ের অভিযোগ উঠেছে।

 

পরীক্ষার্থী তৌহিদুল ইসলাম জানান, টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে   প্রত্যেক ছাত্রের কাছ থেকে ৪হাজার ৫শ টাকা হারে অাদায় করা হচ্ছে।  কি বাবত এ টাকা তা জানায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। টাকা প্রাপ্তি এবং পরিশোধের কোন রিসিটও  দিচ্ছেনা।

 

কয়েকজন অভিভাবক জানাণ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কামরুল হাসান বর্তমানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।  । তার নির্দেশে বাড়তি ফি অাদায় করা হচ্ছে। অভিভাবকরা দ্রুত সংশ্লিস্ট কর্তৃপক্ষের অাশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, ম্যানেজিং কমিটির সিদ্বান্ত অনুযায়ী ফি অাদায় করা হচ্ছে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বোর্ড নির্ধারিত ফি সর্বসাকুল্যে মানবিক ও ব্যাবসা শাখা ১৭৬৫টাকা  এবং বিজ্ঞান শাখা ১৮৬৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *