সোনাগাজী প্রতিনিধি :
ফেনীরম জেলা পরিষদ সদস্য ও সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. ফারুক হোসেন সোনাগাজীর কুদ্দুস মিয়ার হাট মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
১৮ অক্টোবর সকালে প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মমিনের সভাপতিত্বে ও বিদ্যায়লের প্রধান শিক্ষক সারোয়ার হোসেনের সঞ্চালনায় নির্বাচিত সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ফারুককে সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফখরুল ইসলাম সোহেল, নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন রাসেল, সমাছুন নাহার, শিক্ষক প্রতিনিধি অহিদুর রহমান ও কৃষ্ণ চন্দ্র দাস।