সাতক্ষীরায় সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে সম্প্রীতির মেলা

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব‍্যুরো চীফ: সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্গোৎসব ও বাংলাদেশ সম্প্রীতির সেতুবন্ধন’। শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন বৃহস্পতিবার মহা-নবমীতে সাতক্ষীরা পৌরদিঘির পাড়ে প্রেসক্লাব মিলনায়তনে বসেছিল এ সম্প্রীতির মেলা। এতে জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সম্প্রীতির সেতুবন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২(সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ৩৩ বিজিবির কমান্ডার লে. কর্নেল গোলাম মহিউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মোজাম্মেল হক, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মমতাজ আহমেদ বাপী, আব্দুল ওয়াজেদ কচি, কালিদাস রায়, রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্য।

অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের সৈনিক হিসেবে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ভ্রাতৃত্বের বন্ধন চিরকাল অটুট রেখে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে সকলকে এক কাতারে থাকতে হবে। কোন অশুভ শক্তি যেন আমাদের শান্তি ও সম্প্রীতিকে বিনষ্ট করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিতে পরস্পরের ভ্রাতৃত্বের এ মধুর বন্ধন যেন চিরকাল অটুট থাকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক ড. দিলিপ কুমার দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *