সোনাগাজীতে বসতভিটা দখলের সময় বাধা দেয়ায় হামলা ও প্রাননাশের হুমকি

ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামে বসতভিটা দখল করে ঘর নির্মানকালে বাধা দেয়ায় এক পরিবারের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে । এ ব্যপারে মামলা করলে প্রাননাশের হুমকিও দেয় হামলাকারি এই চিহ্নিত ভূমিদস্যু চক্র।

জানা যায়, উপজেলার সুজাপুর গ্রামের বেচু পাটোয়ারী বাড়ীর আবদুস সোবহানের ওয়ারিশ মো. মহসিনগং, মুকসেদুর রহমানের ওয়ারিশ নুরুল আবছার মাসুদগং ও খোরশেদ আলমের ওয়ারিশ জসিম উদ্দিনগং বাড়ীর অংশে ২একর ২১শতকের মধ্যে মাত্র এক শতক ৩৩পয়েন্ট করে মোট ৪শতক ভূমির মালিক ।

বিভিন্ন সময়ে একই বাড়ীর দাউদুল ইসলাম শাহেদ, মো. সেলিম, শফি উল্যাহ মোড়লদের পৈত্রিক বসতভিটা জোরপূর্বক দখল করে ঘর নির্মান করেছে তারা। ২০০৮সালে উভয় পক্ষের মানীত সমাজপতিদের উপস্থিতিতে পরিমাপ করে ১০শতক বসতভিটা মহসিন গংয়ের নিকট পাওনা হয় শাহেদগং। এখন পর্যন্ত দখল ছাড়েনি ওই ভূমিদস্যু চক্র ।

সর্বশেষ গত ২৬সেপ্টেম্বর আবারো চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মানের নামে দখলের চেষ্টা করে মাসুদ গং। এতে বাধা দেয়ায় মহসিন ও তার সহযোগীরা সেলিম এবং শফি মোড়লের ছেলে জিহানের উপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিন থানায় লিখিত অভিযোগ দেন দাউদুল ইসলাম। সোনাগাজী মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে পরিমাপ পুর্বক সীমানা নির্ধারন করে নির্মান কাজ করার জন্য নির্দেশ দেন।

পুলিশি সিদ্ধান্ত অমান্য করে দখলের চেষ্টা করায় ২৮সেপ্টেম্বর ফেনী অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আদালতে ১৪৫ধারায় মামলা দেন দাউদুল ইসলাম। দীর্ঘ শুনানী শেষে সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কে তদন্তের আদেশ দেন বিজ্ঞ এডিএম আজগর আলী।

নুরুল আবছার মাসুদের স্ত্রী ছালেহা আক্তার পপি গনমাধ্যমকে বলেন, বাড়ীর অংশে তারা দুই দাগে (বিএস.৬৬৫ ও ৬৬৬) ১২শতক বসতভিটার মালিক হয়ে ভোগ দখলে আছেন। তাদের মালিক-দখলীয় জায়গায় সীমানা জটিলতার অযুহাতে নির্মানকাজে বাধা দিচ্ছে শাহেদগং ও সেলিমগং।

এ ব্যাপারে দাউদুল ইসলাম বলেন, বিএস ৬৬৬দাগে তাদের সকল ওয়ারীশগনের মাত্র ৪শতক ভিটেবাড়ী আর ৬৬৫ দাগে তাদের ৮শতক জমি থাকতে পারে যা পাশ্ববর্তি হোসেনের বাড়ীর অংশ। তারা নিজেদের জমিতে দখলে না গিয়ে আমাদের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। জবরদখলে বাধা দিলে হামলা , মামলা ও সন্ত্রাসীদের হুমকি দেয় । এবং ভুমি দখলে ব্যর্থ হয়ে ফেসবুকে অপপ্রচার করছে চিহ্নিত ভূমিদস্যু চক্র ।

সোনাগাজী মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে দাউদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন । সেই অভিযোগ পেয়ে কাজ বন্ধ রেখে পরিমাপ করার জন্য বলেছি। পরবর্তিতে বিজ্ঞ এডিএম কোর্টে দাউদুল ইসলামের ১৪৫ধারার মামলার বিষয়ে আদালতের নির্দেশনা বিবাদীদের অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *