সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজী উপজেলায় দীর্ঘ একযুগ পর ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণার পর তারই ধারাবাহিতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করতে যাচ্ছে উপজেলা ছাত্রদল। বুধবার (১২ জুলাই) সোনাগাজীর একটি হোটেলে সকল ইউনিয়ন কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়- সোনাগাজীতে প্রতিটি ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠন করতে যাচ্ছে উপজেলা ছাত্রদল। সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নের ছাত্রদলের নতুন কমিটি আগামী ৩০ আগস্ট মাসের মধ্যে করা হবে বলে সভায় জানানো হয়। এতে প্রতিটি ইউনিয়নের যারা অতীত এবং বর্তমানে মামলা-হামলায়, নির্যাতনের স্বীকার এবং ত্যাগী, পরিশ্রমী, শিক্ষিত, ভদ্র ছাত্রদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠিত হবে বলে জানা গেছে।
সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসান মাহমুদের সভাপতিত্বে সদস্য সচিব আবু বক্কর মারুফ’র সঞ্চালনায় , সকল যুগ্ম-আহবায়ক ও সদস্যদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।