ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা আওয়ামী’লীগ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকরামুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি জসিম মাহমুদ ও সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী।
এক শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,অ্যাডভোকেট আকরামুজ্জামান অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্ছার ছিলেন।শীর্ষ পদে থেকেও তিনি নিজকে কেবল দলীয় গন্ডিতে ধরে রাখেননি।
তিনি দলমত নির্বিশেষে সবার ভালবাসা অর্জন করেছেন।ফেনী প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন,অ্যাডভোকেট আকরামুজ্জামানের মৃত্যুতে শুধু ফেনী নয়, দেশ ও জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে।তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরী হয়েছে,তা পূরন হবার নয়। বাংলারদর্পন