সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলা যুব অান্দোলন এর উদ্যোগে মুফতি মরহুম সৈয়দ মো. ফজলুল করিম পীর সাহেব চরমোনাইয়ের জীবন ও কর্ম শীর্ষক অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হাজী রহিম উল্যাহ কমিউনিটি সেন্টারে অনুৃষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী অান্দোলন ফেনী জেলা কমিটির সভাপতি গাজী গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী অান্দোলন জেলা কমিটির প্রশিক্ষন সম্পাদক মাওলানা অাবদুর রাজ্জাক, ইসলামি অান্দোলন এর সোনাগাজী উপজেলা সভাপতি মাওলানা হাফেজ হিজবুল্যাহ,সাবেক সভাপতি মুফতি অাহসান উল্যাহ, সাধারন সম্পাদক হাফেজ ছানাউল্যাহ, উপজেলা ছাত্র অান্দোলন সভাপতি আবদুর রহমান ফরহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব অান্দোলন এর সভাপতি ইব্রাহীম মুহাম্মদ শাকিল।
অনুষ্ঠানে ইসলামী অান্দোলন, যুব অান্দোলন ও ছাত্র অান্দোলন এর বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।