রামগড়ে পিঠা উৎসব ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে সপ্তাহব্যাপী পিঠা উৎসব ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয় রবিবার সন্ধ্যা ৭টায়, রামগড় আবাসিক এলাকাবাসীর আয়োজনে এবং রামগড় খেলোয়াড় কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে শীতকালীন পিঠা উৎসব ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামালের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামীলীগের সম্পাদক আব্দুল কাদের সহ প্রমুখ।

আমন্ত্রিত অতিথিরা টূর্ণামেন্ট উদ্বোধনের পর পিঠা দিয়ে সাজানো বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে রংধনু একাডেমির সহযোগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠান পরিচালক রামগড় খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক মো. নিজাম উদ্দিন জানান, রামগড়ের ক্রিড়াঙ্গনকে উজ্জীবিত করার লক্ষে শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পাশাপাশি প্রথমবারের মত ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজন সপ্তাহব্যাপী চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *