খাগড়াছড়িতে অস্ত্রের মুখে ২ পাহাড়ি ছাত্র অপহরন 



আব্দুর রহিম,খাগড়াছড়ি :

পার্বত্য চুক্তিবিরোধী পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সহযোগী ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতাকে অপহরণ করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা শহরের কলেজ রোডের লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার থেকে অস্ত্রের মুখে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি সোহেল চাকমা ও সহ-সভাপতি জুয়েল চাকমাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এম এন লারমা সমর্থিত গ্রুপকে দায়ী করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাহাড়ি ছাত্র পরিষদ।

পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা জানান, লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার থেকে সন্ত্রাসীরা দুই নেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মোটরসাইকেলে তুলে দীঘিনালা সড়কের দিকে নিয়ে যায়।

তবে এ বিষয়ে জেএসএস এম এন লারমা গ্রুপের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, অপহরনের বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। এরপরও খবরটি চারিদিকে প্রচার হওয়ার পর থেকে অভিযানে নেমেছে পুলিশ।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৩ অক্টোবর) পানছড়ি-খাগড়াছড়ি সড়কসহ পানছড়ি উপজেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম  উপজেলা শাখা।
গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুর মঙ্গল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অবরোধের তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *