অস্ত্র ও গুলিসহ খাগড়াছড়ি দীঘিনালায় দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনীর একটি বিশেষ দল।
শনিবার রাত থেকে বিশেষ অভিযান চালিয়ে আজ রোববার ভোরে উপজেলার ৪নং দীঘিনালা উপজেলার হেডম্যান পাড়া থেকে একটি বিদেশী ৭.৬৫ মি:মি: বেরেটা পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ রমেশ চাকমা (৫৫) এবং অমর চাকমা (৫৮) নামে দুই ইউপিডিএফ কর্মীকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দীন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
যৌথ বাহিনীর সূত্রে জানায়, দীঘিনালা উপজেলার ৪ নং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার রুনা চাকমার বাড়িতে আত্মগোপন করেছে গ্রেফতার দুই সশস্ত্র সন্ত্রাসী।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এমন তথ্য পেয়ে দীঘিনালা জোন এবং পুলিশের একটি যৌথ দল উক্ত এলাকায় বিশেষ অপারেশন চালিয়ে ঘটনাস্থল থেকে রমেশ চাকমা এবং অমর চাকমাকে আটক করা হয়।
তাদের কথা মতো অমর চাকমার বালিশের নিচ থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।