সোনাগাজী প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমুলে গনসংযোগের অংশ হিসেবে শুক্রবার বিকালে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বকুলতলা গ্রামে উঠান বৈঠক করেছেন বাংলাদেশ অাওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সরকারের চলমান উন্নয়ন, অাইন শৃঙ্খলার উন্নতি, শিক্ষার হার বৃদ্ধি, বেকারত্ব দুরিকরণ সহ শেখ হাসিনা সরকারের সফলতা তুলে ধরে নৌকায় ভোট চেয়েছেন।
ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নবাবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি হক সাহেব, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম মিজান প্রমুখ।