ফেনীকে মাদকমুক্ত করতে প্রশাসনকে সহযোগিতার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নিজাম হাজারী

ফেনী প্রতিনিধি :

ফেনীতে মাদকাসক্তের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ফেনী পৌর মার্কেটস্থ কার্যালয়ে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর হোসেন।

সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন নাসিম, মোটবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ এলএলবি, কাজীরবাগ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ সোহাগ, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নিজাম উদ্দিন হাজারী সকল জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের রাহুগ্রাস থেকে রক্ষা করতে হবে। এজন্য আপনাদের যার যার এলাকায় মাদক নির্মূলে কঠিনভাবে কাজ করতে হবে। যদি আমাদের দলের কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধেও কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, আজ থেকে মাদকসেবীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ফেনী জেলা আওয়ামী লীগ বদ্ধপরিকর। ফেনীর প্রতিটি ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধি ও দলীয় নেতাকমীদের নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *