টোকেন বাণিজ্যের সাথে পুলিশ জড়িত নয়- শ্রমীক নেতাদের প্রতি ফেনীর এসপি

 

ফেনী প্রতিনিধি :

টোকেন বাণিজ্যের সাথে পুলিশ জড়িত নয় বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ততম মহিপালে যানজট দূরিকরনে পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানো হবে। পুলিশ সদস্যরা শ্রমিক সহ সব শ্রেনীর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোন ধরনের বৈরিতা না রেখে পুলিশকে সহযোগিতা করলে মালিক-শ্রমিক উভয়ই উপকৃত হবে। প্রয়োজনে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা যেতে পারে।

শনিবার ফেনী জেলা পুলিশ প্রশাসনের সাথে পরিবহন মালিক ও শ্রমিক কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম-সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার, বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম, ফেনী জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. গোলাম নবী, ফেনী জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মীর গোলাম ফারুক, গাজীপুর জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চট্টগ্রাম আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ফেনী শাখা কার্যালয়ের সাধারণ সম্পাদক আজম চৌধুরী, চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুর রহমান, নোয়াখালী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবুল বাহার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, ফেনী জেলা পিকআপ মালিক সমিতির সভাপতি পারভেজ চৌধুরী, ফেনী জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আবু শাহীন, শ্রমিক নেতা মো. জসিম উদ্দিন, ফেনী জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর প্রমুখ। মতবিনিময় সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *