রাউজান উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

চট্টগ্রাম ব্যুরো :

 

 

আমি মানুষকে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন বাস্তবায়ন করি। পুরো রাউজানের ওয়ার্ডে-ওয়ার্ডে, পথে-প্রান্তরে আমার পায়ের চাপ রয়েছে। আমি জনগণের সুখ-দূঃখের কথা শুনতে রাউজানের প্রতিটি দুয়ারে দুয়ারে গিয়েছিলাম, আবারও যাব। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন করব। জনগণের ভোটাধিকার বাস্তবায়নে আমরা নির্বাচন করছি। ৯ ডিসেম্বর, রবিবার বিকাল ৪ টায় রাউজান উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে নির্বাচনী কর্মসূচী নির্ধারণকল্পে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত এবিএম ফজলে করিম চৌধুরী এসব কথা বলেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের সুশাসনের জন্য, উন্নয়নের জন্য, মানবতার নেত্রী শেখ হাসিনার জন্য আমাদের একটি দিন কষ্ট করতে হবে। অবহেলার কারণে যাতে  পঁচা শামুকে পা কাটা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

 

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী আব্দুল ওহাব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলুয়ারা ইউসুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

 

এছাড়াও আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বশির উদ্দিন খানের পরিচালনায় উপজেলার ১৪ ইউনিয়ন ও এক পৌরসভার ইউপি চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য ও মতামত প্রকাশ করেন। তারা প্রত্যেকে আগামী নির্বাচনে সারা দেশের চেয়ে সর্বোচ্চ ব্যবধানে নৌকা প্রতীকে ফজলে করিম চৌধুরীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *