ফেনী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার এডুকেয়ার মডেল স্কুলে এই কমিটি গঠন করা হয়।
জানা যায়- প্রধান নির্বাচন কমিশনার মফিজুল হক, সহকারী নির্বাচন কমিশনার আবুল কাশেম ও রিয়াজ উদ্দিন মঞ্জু এর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন ভোট গ্রহন প্রক্রিয়া সম্পন্ন করেন।
নব নির্বাচিত কমিটিতে রহিম উল্যাহ চৌধুরী সভাপতি ও আকবর হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আগামী ৩বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে বলে সূত্র জানায়।
এছাড়া সহ-সভাপতি পদে যদু লাল সাহা, সহ-সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে নুর উল্যাহ, অর্থ সম্পাদক পদে এ বি এম আবদুল করিম, শিক্ষা সম্পাদক পদে আবদুল মতিন, প্রচার সম্পাদক পদে আমির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ ফরিদ রনি, দপ্তর সম্পাদক পদে আবদুল লতিফ, কার্যকরি সদস্য পদে আবদুল হক, আবুল খায়ের, আবদুল কুদ্দুস ভূঞা, গোলাম মাওলা ও মফিজুল হক নির্বাচিত হন।