মো.আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি:-
মা বাবা হারানো নি:শ্ব, অসহায় ও বিপন্ন শিশুদের আশ্রয় হয় রাস্তায় পাশ্বে, রেল ষ্টেশনে অথবা বাস টার্মিনালে। আর তাদেরকে সহযোগিতা করতে একঝাক তরুণ শিক্ষার্থীরা এগিয়ে এসেছে দূর্বার ফাউন্ডেশন নামে। এ ফাউন্ডেশনের পথ শিশুদের সাধারণ শিক্ষা দেওয়ার জন্য ভাসমান অনেকগুলো স্কুল রয়েছে। গত সোমবার কুমিল্লার রেলওয়ে ষ্টেশনের অনেক সুবিধা বঞ্চিত রোজাদার শিশু এবং অসহায় লোকদের নিয়ে ইফতারির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দূর্বার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফ চৌধুরী, উপদেষ্ঠা সুখী চৌধুরী, দূর্বার স্কুলের পরিচালক সজিব আদনান, শারমিন, ওয়ার্দা, নীলা, অপু রায়হান, ফাহাদ, জনি, সালাম, আকাশ, সাদনান সজিব, মেহেদী হাসান রনী, ফাহিমা মেহেনাজ কনক প্রমূখ। দূর্বার ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, ছোট্ট অসহায় শিশুদের নিয়ে ইফতার করা এক ভিন্ন অভিজ্ঞতা। সারা দিনের অনাহার যাপন শেষে যখন ইফতার সামনে আসে তখন এতিম ও অসহায় শিশুদের হাসি মূখ দেখে মনটা ভরে যায়। তিনি আরো জানান মা বাবা ও অভিভাবকহীন এই সব শিশুদের সাহায্য ও সহযোগিতা করতে সমাজের বৃত্তবান ও দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। আমরা যদি সবাই নিজ নিজ স্থান থেকে একটু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে ওদের ভবিষ্যৎ উজ্জল হওয়ার সম্ভাবনা থাকে।