ফেনী:
ফেনীর মোহাম্মদ আলী বাজারে সড়ক দুর্ঘটনায় শর্শদী ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শাহজাহান(৪০) নিহত হয়েছেন ।
বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মোহাম্মদআলী বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত শাহজাহান শর্শদি ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আব্দুল গফুর এর ছেলে মোহাম্মদ আলী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ।
শর্শদী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: ইলিয়াছ ভূঞা জানান, সকাল ৯টার দিকে বাড়ী থেকে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আসার পথে একটি পিকআপ তাকে ধাক্কা দেয় । তাকে উদ্ধার করে স্থানীয়রা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
ফেনী হাইওয়ে থানার ওসি আবদুস সামাদ বলেন, চট্টগ্রামগামি একটি পিকআপ শাহজাহানকে ধাক্কা দেয় । পিকআপটি এখনো সনাক্ত করা যায়নি ।