পরশুরামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবদুল মান্নান, পরশুরাম :
ফেনীর পরশুরামে উত্তর গুথুমায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ইরামনি নামের ২ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১৩জুলাই) সকালে পরশুরাম পৌরসভার ৮নং ওয়ার্ড উত্তর গুথুমার করোলিয়াকোনায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত ইরামনি(২) উত্তর গুথুমার করোলিয়াকোনার মোঃ শাহাদাত হোসেন (সোহেল) এর মেয়ে।

পারিবারিক সূত্র জানায় ইরামনি সকালে সবার সাথে বসে নাস্তা করে বাইরে খেলতে যায়। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পারিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুজি করে ।

পরে বাড়ির পিছনে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে তাকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ-সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার দবব্রু গাসম্মি দেবু তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রসুল আহমেদম জুমদার স্বপন জানান মঙ্গলবার সকালে পুকুরের পানিতে ডুবে ইরামনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহতের বাবা শাহাদাত হোসেন(সোহেল) জানান মেয়ের সাথে সকালে নাস্তা করে তিনি বাজারে যান। হঠাৎ তার ব্যবহৃত মুঠোফোনে কল আসে যে মেয়ে পানিতে পড়ে গেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। কিন্তু পানিতে পড়ে যে ইরামনি আর ফিরে আসলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *