ফেনী প্রতিনিধি :ফেনীতে “বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ” ফেনী জেলা শাখার ত্রি-বার্ষীক সম্মেলনের অানুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি নিজাম উদ্দিন হাজারী এমপি।
শনিবার বিকাল ৪টায় পৌর মার্কেটের অানন্দ কমিউনিটি সেন্টারে পিপি হাফিজ অাহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অামিন উল অাহসান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার এ এস এম জাহাঙ্গীর অালম সরকার, জিপি প্রিয় রঞ্জন দত্ত, মানবাধিকার কাউন্সিলের চীপ কো অর্ডিনেটর ইদ্রিস অালী, প্রোগ্রাম কো অর্ডিনেটর শাহজাহান সাজু, সম্মেলনের অাহবায়ক কাজী অারিফ প্রমুখ ।
সম্মেলনে জেলার সভাপতি, সম্পাদক, ৬ উপজেলার সভাপতি, সম্পাদক সহ জেলার সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।