ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ,সন্ত্রাস, মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর নবাগত পুলিশ সুপার এ এস এম জাহাঙ্গীর আলম সরকার।বিদ্যালয়ের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মনির, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) ঊক্য সিং,ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ,জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ, ফেনীর পুলিশ সুপারের সহধর্মিনী মুনালিসা পারভীন, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার।
এতে বক্তব্য রাখেন,মধুআই তাহফিজুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, আফতাব বিবি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এয়াকুব ফারুকী,বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন ভূঞা, ফকিরহাট আবু বক্কর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর চৌধুরী প্রমুখ।
পরে পুলিশ এ এস এম জাহাঙ্গীর আলম সরকার উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।