ফেনী প্রতিনিধি :
আগামীতে জনগণ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায়। শেখ হাসিনার মার্কা নৌকা, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, এই নৌকা সেই স্বাধীনতার প্রতীক নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, মা বোনদের প্রিয় মার্কা হচ্ছে নৌকা। নারীর উন্নয়ন দেশের উন্নয়ন, নারীর উন্নয়ন জাতির উন্নয়ন। দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও নারীর ভাগ্যোন্নয়নের নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
শনিবার ফেনীর দাগনভূঞায় মহিলা আওয়ামী লীগের এক কর্মি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
দাগনভূঞা উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা চত্বরে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।
ফেনীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক।
এছাড়াও কর্মী সমাবেশে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় মহিলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।