সাতক্ষীরায় নৌকায় ভোট চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা | বাংলারদর্পন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: “নৌকায় ভোট দিন, নৌকা উন্নয়ন দেয়, নৌকা সমৃদ্ধি দেয়, নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে এমন সব শ্লোগানকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় নৌকার বাক্সে ভোট চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা।

শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে চত্বর থেকে শুরু হয়ে নৌকার পক্ষে প্রচার। পরে সাবেক ছাত্রলীগ নেতারা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন এবং জনতার হাতে নৌকার পোস্টার তুলে দেন।

সাবেক ছাত্র নেতা সম্ময় কমিটির ব্যানারে শনিবার সকালে সাতক্ষীরা প্রসক্লাব চত্বর থেকে শুরু হয়ে নৌকার পক্ষে এই প্রচার। পরে সাবেক ছাত্রলীগ নেতারা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন এবং জনতার হাতে নৌকার পোস্টার তুলে দেন।

তারা এ সময় বলেন, দেশ এখন উন্নায়নের মহাসড়ক। তার গতিকে থামানো চলবে না। তাকে এগিয়ে নিতে হবে। মানুষ এখন পেট পুরে খেতে পায়, তারা কাজ পায়। তাদের জমিতে ফসল ফলে। দেশে খাদ্য সংকট নেই। বিশ্ববাজারে বাংলাদেশ  এখন উন্নায়নের রোল মডেল । তাই নৌকায় ভোট দিয়ে দেশ জাতি ও সমাজকে আরও এগিয়ে নিন।

সাবক ছাত্রনেতা সম্ময় কমিটির আহবায়ক শেখ সাহিদউদ্দিনর সভাপতিত্বে লিফলেট বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আবদুল মানান, এজাজ আহমদ স্বপন, অনিত মুখার্জী, কাজী আক্তার হাসন, জিএম ফাত্তাহ, শেখ নাসিরুল হক, সেলিম রেজা সবুজ, শেখ সফিউদ্দিন , মো. নুর আলম, মীর মাহমুদ আলি, সৈয়দ মহিউদ্দিন হাশেমী, শরিফুল ইসলাম খান, মো. সালাহউদ্দিন, কোহিনুর ইসলাম, বিকাশ সরকার, মনিরুল ইসলাম মনি, খন্দকার আনিসুর রহমান, মোকলছুর রহমান প্রমূখ।

লিফলেট বিতরন কর্মসূচিতে তারা আরো বলেন, অসাম্প্রদায়িক, জঙ্গিবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামীলীগের কোনো বিকল্প নেই। ‘নৌকা প্রতীক’ আওয়ামীলীগের পরিচয় উল্লেখ করে সাবেক ছাত্রনেতারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও তার দলকে বাংলাদেশর রাষ্ট্রীয় ক্ষমতায় আনা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *