খুলনায় সাংবাদিক ইভাকে হত্যা ও এসিড ছোড়ার হুমকি। বাংলার দর্পনের নিন্দা

খুলনা প্রতিনিধি :

খুলনার খালিশপুরের জমি দখলদারের নামে তিন পর্বের সংবাদ প্রকাশ করায় দৈনিক খুলনার কন্ঠের প্রকাশক ও সম্পাদক, দৈনিক ভোরের কলামের খুলনা প্রধান প্রতিনিধি ইশরাত ইভা কে ফেসবুকে ছবির কমেন্টসে এবং ম্যাসেজে হত্যা সহ এসিড মারার হুমকি দিয়েছে খুলনা খালিশপুরে বসবাসরত তকদির হোসেন বাবু নামে এক ব্যক্তি।

এ ঘটনায় সাংবাদিক ইশরাত ইভা নিজের জীবনের নিরাপত্তা ও ভূমিদস্যু তকদির হোসেন বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে খুলনা সদর থানায় এজাহার জমা দিয়েছেন। থানা থেকে এজাহারটি জমা নেয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৫, ৭ ও ২৪জানুয়ারী ভূমিদস্যু নিয়ে তিন পর্বের সংবাদ প্রকাশ করায় এর জের ধরেই তকদির হোসেন বাবু তার সংশ্লিষ্ট খালিশপুর থানায় অন্য একজনের আইডি দিয়ে মিথ্যা তথ্য প্রযুক্তি আইনের মামলা রুজু করেন। এর পরও তিনি ক্ষান্ত হননি। ৫ই এপ্রিল ভোর ৬টায় তার মোবাইল থেকে নিজস্ব আইডি থেকে ইভাকে হত্যা ও এসিড ছোড়ার হুমকি প্রদান করেন বাবু। এমনকি ফেসবুকে কুরুচিপুর্ণ ভাষায় গালিগালাজও করেন তকদির হোসেন বাবু। তিনি এখন চরম আতংকে রয়েছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *