রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা ও পৌর শাখার দুই পর্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সকাল দশটায় রামগড় উপজেলা শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারি এবং রামগড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রামগড় উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন যুক্ত বেলুন উড়িয়ে পায়রা অবমুক্ত করে।
এরপর বর্ণাঢ্য র্যালী উত্তর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে তিনটায় পৌর যুবলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, পৌর যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন কাউন্সিলর ও সাধারণ সম্পাদক মোঃ শামীম কাউন্সিলর।
এরপর বর্ণাঢ্য র্যালী শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সর্বশেষে পৌর যুবলীগের সভাপতি দেলোয়ার কাউন্সিলর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।