গাজীপুরে সরকারি চাল আত্মসাৎ মামলায় চেয়ারম্যান গ্রেফতার

 

গাজীপুর প্রতিনিধি  |    

গাজীপুরে সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর মোজাম্মেল হক নামে এক ব্যক্তির থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন বলে জানান উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কালিয়াকৈর থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আ. হাকিম মিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক গাজীপুরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ১৫০০ কার্ডধারী হতদরিদ্রের জন্য বরাদ্দ ৯০ মেট্রিকটন চাল চেয়ারম্যান আলাউদ্দিন আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

“মামলায় তিন ডিলারকেও আসামি করা হয়। এ মামলায় আত্মগোপনে থাকা চেয়ারম্যানকে মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রেফতার করে পুলিশ।” গ্রেফতার মো. আলাউদ্দিন মোল্লা কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *