ফেনী প্রতিনিধি :ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠান নগর ইউনিয়নের কাতালিয়া গ্রামস্থ হারুনের মাছের খামার থেকে সফিকুর রহমান প্রঃ সফিক প্রঃ কালা সফিক (৩৪) কে অাটক করা হয়েছে। সে পাঠানগড় গ্রামের মোঃ আবু আহাম্মদ মজুমদার এর পুত্র।
পুলিশ জানান, অাটকের পর তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।