সুবর্নচরে এমপিওভুক্ত বে-সরকারি শিক্ষকদের মানববন্ধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি : 

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশেরন্যায়  নোয়াখালীর সুবর্নচরে এমপিওভুক্ত বে-সরকারি শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা ও কল্যান ট্রস্টের জন্য ১০% কর্তনের প্রতিবাদে মানববন্ধন করে  সুবর্নচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বুধবার সকাল ১১ টায় সুবর্নচর উপজেলা ও চর জব্বর থানা প্রাঙ্গণে মানববন্ধন উনষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি সুবর্নচর শাখার সভাপতি চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান নিজাম, সাধারণ সম্পাদক ও শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শিমূল চন্দ্র দাস, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম,  সহ-সভাপতি ছানা উল্যাহ,  জুবিলী হাবিব উল্যাহর মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, পূর্ব চরবাটা স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ছালা উদ্দিন প্রমূখ।

বক্তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, যে মুহুর্তে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবীর স্বপক্ষে “ছাত্র শিক্ষক, অভিভাবক এবং সংবাদ মাধ্যম সহ সরকারি বে-সরকারি বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সরকারের নীতি নির্ধারণী মহল শিক্ষক কর্মচারীদের ন্যয়সঙ্গত দাবী সমূহ পূরনের জন্য ইতিবাচক মনোভাব পোষন করছেন ঠিক সে সময়ে কোন শিক্ষক সংগঠনের সাথে আলোচনা ছাড়াই আমলাত্রান্ত্রিক জটিলতার মারপ্যাঁচে ফেলে শিক্ষক কর্মচারীদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রভাহিত করার জন্য হঠাৎ করে গজিয়ে উঠা সুবিধাভোগী ও তথাকথিত শিক্ষক সংগঠনের কিছু নেতা কর্মির অবৈধ যোগসাজসে ৬% এর পরিবর্তে ১০% কর্তনের জন্য অযৌক্তিক ও অমানুবিক গেজেট গেজেট প্রকাশে তিব্রনিন্ধা জানান, গেজেটে অতিরিক্ত ৪% প্রদান করে ভবিষ্যতে শিক্ষক কর্মচারীদের অতিরিক্ত কি সুবিধা পাবেন সে ব্যাপারে কোন সিদ্ধান্ত উল্লেখ না থাকায় সারাদেশের শিক্ষক কর্মচারীগন হতাশ ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *