চট্টগ্রাম ব্যুরো :
আমার পদ লাগবেনা, চট্টগ্রামে খুব ভালো আছি, এখানে থাকতে চাই, তবে যোগ্যদের পদ দিন। সদ্য ঘোষীত ছাত্রলীগ কমিটি নিয়ে ফেসবুক স্টাটাসে এসব মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক- – নুরুল আজম রনি।
নিচে তার স্টাটাস দেয়া হল।
