“শিশু নির্যাতন ও মাদককে না বলুন ”কর্মসুচী : ফেনীতে খেলাঘর অাসরের প্রস্তুতি সভা

 

প্রেস বিজ্ঞপ্তি-  খেলাঘর ফেনী জেলা আসর এর উদ্যোগে “নির্যাতন, নিপীড়ন করবো শেষ- শিশুর হাসিতে ভরবো দেশ ” এ শ্লোগানে  আগামী ১৬ মার্চ ২০১৮ শুক্রবার বিকাল ৩টায় পিটিআই মাঠে “শিশু নির্যাতন ও মাদককে না বলুন” কর্মসূচী উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুৃষ্ঠান উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকেলে, ফেনী খেলাঘর কার্যালয়ে প্রস্তুতি সভা অনুৃষ্ঠিত হয়েছে।  এতে সহ সভাপতি মো. মোস্তফা কে অাহ্বায়ক করে উদযাপন কমিটি, সৈয়দ মনির অাহমদকে অাহ্বায়ক করে প্রচার ও প্রকাশনা কমিটি,  রাসেল পাটোয়ারীকে অাহ্বায়ক করে অর্থ বিষয়ক কমিটি,  মঞ্জুরানিকে অাহ্বায়ক করে সাংস্কৃতিক উপকমিটি ঘটন করা হয়েছে। প্রস্তুতি সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ ও অাসর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী-২ অাসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

উদ্বোধন করবেন অধ্যাপক মাহফুজা খানম, চেয়ারপার্সন, কেন্দ্রীয় খেলাঘর আসর।

বিশেষ অতিথি থাকবেন, মনোজ কুমার রায় জেলা প্রশাসক, ফেনী,  এস এম জাহাঙ্গীর আলম সরকার, পুলিশ সুপার, ফেনী, আব্দুর রহমান বি.কম চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফেনী সদর,  হাজী আলাউদ্দীন, মেয়র, ফেনী পৌরসভা, ফেনী ও জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক, কেন্দ্রীয় খেলাঘর আসর।

সভাপতিত্ব করবেন খেলাঘর ফেনী জেলা অাসরের সভাপতি, অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু এবং সার্বিক সঞ্চালনায় থাকবেন সাধারন সম্পাদক টিটো দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *