সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার চাঁন মিয়ার বাজারে নবনির্মিত ১০শয্যা মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধূরী। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ চৌধুরী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে কাজ করছে শেখ হাসিনা সরকার। সরকারের প্রচেষ্টায় ইতিমধ্যে, প্রসুতি, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। অচিরেই শুন্যের কোটায় আসবে।
বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ সচিব এনামুল করিম। উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. নুরুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফেনীর সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, নির্বাহী অফিসার অজিত দেব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, উপকুলিয় এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষে ২০১৭-১৮ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে চর দরবেশ ইউনিয়নের চাঁন মিয়ার বাজারে ১০শয্যা মা ও শিশু হাসপাতাল নির্মান করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।