বর্ণাঢ্য জীবনের অধিকারী অধ্যক্ষ বাবু নিতাই চরন ভৌমিক 

ফেনী প্রতিনিধি :

বাবু নিতাই চরন ভৌমিক ১৯৫০ সালের জানুয়ারীতে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবনে প্রথমে তিনি পূর্ব  ছাড়াইত কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী পাশ করে সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে এস এস সি পাশ করেন। এর পর ফেনী সরকারী কলেজে পড়া শোনা করেন। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে বাংলা বিভাগে কৃতিত্বের সাথে এম এ পাশ করেন।

 

তিনি ১৯৭৪ ইং সালে প্রভাষক হিসেবে সোনাগাজী কলেজে যোগদান করেন। ১৯৭৪ থেকে ১৯৯৬ ইং পর্যন্ত সোনাগাজী কলেজে কর্মরত ছিলেন। ১৯৯৬ থেকে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে লক্ষীপুর সরকারী কলেজে যোগদান করেন। ওখানে ১৯৯৭-১৯৯৮ সাল পর্যন্ত লক্ষীপুর সরকারী কলেজে কর্মরত ছিলেন। ১৯৯৮ ইং সালে পূনরায় সোনাগাজী সরকারী কলেজে বাংলা বিষয়ের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। উক্ত কলেজে ১৯৯৯ ইং পর্যন্ত কর্মরত ছিলেন।

 

২০০০ ইং সালে প্রফেসর হিসেবে পদোন্নতি পাওয়ার পর চট্টগ্রাম কলেজে বাংলা বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। সেখানে তিনি ২০০৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৩ সাল থেকে সরকারী মুজিব কলেজে অধ্যক্ষ হিসেবে ২০০৩ – ২০০৬ ইং সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর পর ২০০৬ ইং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সোনাগাজী সরকারী কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন।

 

২০০৭ ইং সালের জানুয়ারী থেকে সোনাগাজী এনায়েত উল্যাহ মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কর্মরত অবস্থায় বিভিন্ন কলেজে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সোনাগাজী কলেজে থাকাকালীন সময়ে বিঞ্জান বিভাগ অনুমোদন, কলেজ জাতীয়করন, কলেজে বিভিন্ন পর্যায়ে ৩০ টি পদ সৃষ্টি, কলেজে ডিগ্রী সেন্টার চালু করা বিষয়ে তাহার অবদান খুবই উল্লেখযোগ্য।

 

তাছাড়া চট্টগ্রাম কলেজেও সুনামের সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছিলেন। ২০০৪ সালে সরকারী মুজিব কলেজে অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন কলেজ পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক সারা দেশ ব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ তে তিনি এনায়েত উল্যাহ মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। অনুরুপ ভাবে ২০১৭ ও ২০১৮ সালে কলেজ পর্যায়ে পরপর তিনবার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে স্বীকৃতি লাভ করেন।

 

উল্লেখ্য তিনি ২০০৭ ইং সাল থেকে সোনাগাজী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সর্ব প্রথম ১৯৮০ সালে ‘ সোনাগাজীর ইতিকথা ‘ নামে সোনাগাজীর ইতিহাস রচনা করেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *