নিউজ ডেস্কঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময়, ৫০ হাজার পিস ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
গত ২৫শে জুলাই, যশোরের বেনাপোল সীমান্তে ‘আন্তর্জাতিক চেকপোস্ট’ দিয়ে ভারতে পাড়ি দেয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়া পর তথ্য যাচাই করে দেখা যায় তার নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। পরে, তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, ‘মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য যশোর থেকে শনিবার টেকনাফ আনা হয়। এরপর, ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র থাকার তথ্য স্বীকার করে।’
ওসি আরও জানান, ‘অভিযানের সময় তার বাড়িতে জেনারেটরের পাশে বিশেষ কৌশলে বস্তাভর্তি রাখা অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার করে। স্বীকারোক্তিতে এসব ইয়াবা ও অস্ত্র তার পিতা জাফর আহমদ মজুদ রেখেছে বলেছে সে পুলিশের কাছে তথ্য দিয়েছে।’ গ্রেপ্তার শাহজাহানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।