প্রতিবেদক :
‘ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এ প্রতিপাদ্য সামনে রেখে রবিবার সকালে উপজেলা ভূমি অফিসে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
ভার্চুয়াল প্লাটফর্মে সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপ্টন।
উদ্বোধনীতে সোনাগাজী উপজেলা নির্বাহী এ, এম, জহিরুল হায়াত, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনসহ অফিসের কর্মকর্তা, সেবা গ্রহীতাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
ভূমি সেবা সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলার ইউনিয়ন সব ভূমি অফিসে হোল্ডিং ট্যাক্স ডাটাবেইজ অনলাইন করণ, ভূমি রেকর্ড হালকরণ, নামজারিসহ বিভিন্ন বিষয়ে সেবা গ্রহীতাদের সহযোগিতা, অনলাইনে ভূমি সেবা সম্পর্কিত ধারণা প্রদান ,আলোচনা সভা।
নাগরিকগণ ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। এ জন্য নাগরিককে প্রথমে এলডি ট্যাক্স সিস্টেমে অনলাইন পোর্টাল land.gov.bd অথবা ldtax.gov.bd এ প্রবেশ করে এনআইডি ও মোবাইল নম্বর এবং জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।