কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা | বাংলারদর্পন

কামরুল হাসান >>>
নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নে সানজিদা আক্তার মাহী (১৩) নামের এক স্কুলছাত্রীর আত্নহত্যা করেছে।

রোববার ৭ জুন সন্ধ্যা ৭ টার দিকে নিহতের বাড়ী থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত সানজিদা আক্তার মাহী চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোটন মেম্বারের বাড়ীর কামাল হোসেনের মেয়ে। সে বসুরহাট সরকারি মাকসুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন ছোটন জানান, স্কুলবন্ধ থাকায় নিয়মিত বাড়িতে পরিবারের সাথে থাকতো মাহী। রবিবার দুপুরে ঘরে বসে টিভি দেখছিল মাহী। এসময় ঘরের কাজে তাকে সাহায্য করতে ও পড়ালেখায় মন দিতে মাহীকে বকাবকি করে তার মা।

এতে ক্ষিপ্ত হয়ে বিকালের কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে ঘরের একটি কক্ষে ডুকে আড়ার সাথে গায়ের ওড়না পেছিয়ে গলায় ফাঁস দেয় মাহী। বিষয়টি টের পেয়ে তার পরিবারের লোকজন চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি থানায় অবগত করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *