চট্টগ্রামে ৩৫ লক্ষ টাকার সিএফটি কাঠসহ ১ চোরাকারবারী আটক 

মোঃ আলাউদ্দীন :

 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চোরাকারবারী সরকারী বন থেকে অবৈধভাবে চোরাই কাঠ চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানাধনি বলির হাট এলাকায় মুস্তাফিজ স-মিলে মজুদ করছে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করবে। উক্ত সংবাদের পেয়ে  ১৩ মে  ১ ঘটিকার সময় লেঃ আশেকুর রহমান, এক্স, বিএন এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানাধীন বলির হাট মুস্তাফিজ স-মিলে অভিযান চালিয়ে কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় (বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন এবং রেঞ্জ অফিসার রেজাউল আলম এর সহায়তায়) ৭৯৭ সিএফটি চোরাই কাঠ উদ্ধারসহ  মোঃ কামাল উদ্দিন (৫৩)। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী বিভিন্ন সরকারী বন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে করে নিয়ে এসে উক্ত স-মিলে জমা করে এবং পরবর্তীতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে।

 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে শহর রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগ কর্তৃক ১৯২৭ সনের (সংশোধনী ২০০০) বন আইনের ৪১ ধারায় প্রনীত চলাচল বিধি লংঘন করায় ৫২ ধারায় জব্দ ও ৪২ ধারায় শাস্তির অপরাধ করায় পিওআর-৩০/শহর রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *