জানে আলম শেখ, ঠাকুরগাঁও :
আজ রোববার ভোর রাতে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ৩ বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে সীমান্তরক্ষী ভারতীয় বিএসএফ সদস্যরা। আজ ভোর রাতে পাড়িয়া সীমান্তের ৩৮৫ নং পিলারের নিকট দিয়ে বাংলাদেশী ওই ৩ গরু ব্যবসায়ী ভারত সীমান্তের অভ্যন্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ করলে, এ সময় তাদেরকে ভারতের ১৭১ সাতভিটা ক্যাম্পের বিএসএফ বাহিনী ধরে নিয়ে যান।
.
.
জানা গেছে, আটককৃত ৩ বাংলাদেশী গরু ব্যবসায়ী হচ্ছেন- উপজেলার তারানজুবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম(৩৪), হরিণমারী নয়াবস্তী গ্রামের তফারুল ইসলামের ছেলে পবারুল হোসেন(২৫) এবং হরিণমারী নয়াবাড়ী গ্রামের ইসমাঈলের ছেলে আবু সাইদ(২৪) ।
.
.
এদিকে, উক্ত ৩ গরু ব্যবসায়ী যেহেতু বাংলাদেশী নাগরিক সেই সুত্রে পাড়িয়া সীমান্তের বিজিবি বাহিনী তাদেরকে ফেরত চেয়ে ভারতের ১৭১ সাতভিটা ক্যাম্পের বিএসএফ বাহিনীকে এক পতাকা বৈঠকের আহবান জানিয়েছেন। এছাড়া সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশী বিজিবি বাহিনী ভারতীয় বিএসএফ বাহিনীর সাথে পতাকা বৈঠকের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।