জানে আলম শেখ ,ঠাকুরগাঁও :
আজ রোববার ভোর রাতে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া গ্রামে শারমিন আক্তার(১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন বালিয়াডাঙ্গী পুলিশ। বাবা মায়ের আদরের মেয়ে শারমিন আক্তার। শারমিন আক্তার যেমনি ছিলেন একজন হাঁসি-খুশি ভরা কিশোরী, তেমনি আবার ছিলেন বড়ই জেদী আর অভিমানী। আর সেই অভিমানী মেয়ে শারমিন আজ বাবা মায়ের ওপর রাগ আর অভিমান করেই চলে গেলেন না ফেরার দেশে।
জানা গেছে, শারমিন উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ালেখা করতো। সেই সাথে, শারমিন শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তসলিমউদ্দীনের মেয়ে। গতকাল শনিবার রাতে, একপর্যায়ে বাবা মায়ের সাথে শারমিনের এক প্রকার কথা কাটাকাটি হয়। পরে শারমিন আর তার ছোট ভাইয়ের সাথে একটি কক্ষে ঘুমাতে যান।
এরপর সকাল ৬টার দিকে,বাবা মা পাশের একটি কক্ষে গলায় ওড়না পেঁচানো শারমিনের ঝুলন্ত মরদেহ টি দেখতে পান।
এদিকে, এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পরে বালিয়াডাঙ্গী পুলিশ কর্তৃপক্ষ শারমিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে,লাশ দাফনের অনুমতি দেন।