মিরসরাই প্রতিনিধি :
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক আয়োজিত গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ মার্চ) মিরসরাই উপজেলার মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, চিনকিআস্তানা উচ্চ বিদ্যালয় ও সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, বাগীশিক কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি শিপলু কুমার দে,
বাগীশিক ফেনী জেলা সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল মজুমদার, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক সুমন দেবনাথ মিন্টু, মাষ্টার শিবু কুমার দাশ (ভারপ্রাপ্ত সম্পাদক), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার সভাপতি সুভাষ সরকার, বাগীশিক মিরসরাই উপজেলা সংসদের পৃষ্ঠপোষক কালা চাঁদ চৌধুরী, রাজিব মজুমদার, বাগীশিক মিরসরাই উপজেলা সংসদের সভাপতি প্রিয়তোষ নাথ ও সম্পাদক শ্রী উজ্জ্বল কুমার দে প্রমুখ। এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা সংসদ, মিরসরাই উপজেলা সংসদ, ইউনিয়ন সংসদ ও গীতা শিক্ষা কেন্দ্রের পরিচালনা
পর্ষদসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেন কেন্দ্র সচিব অনিল চন্দ্র নাথ, কেন্দ্র উপ-সচিব পিংকু নাথ, কেন্দ্র নিয়ন্ত্রক মানিক চক্রবর্তী, কেন্দ্র উপ-নিয়ন্ত্রক দিলীপ নাথ। তারা জানান, গীতা ও নৈতিক শিক্ষায় পারে সমাজে একজন প্রকৃত মানুষ গড়ে তুলতে। গীতা সংবিধানের ধারাবাহিকতায় জীবন অতিবাহিত করতে পারলেই মানব জীবন সার্থক ও সুন্দর হবে। কেননা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মূখনিমসৃত বাণী। জাগ্রত সুশীল সমাজ বিনির্মানে শ্রীমদ্ভগবত গীতার বিকল্প নাই। দেশ, জাতি ও সমাজকে আলোকিত করতে হলে নতুন প্রজন্মকে গীতার জ্ঞানের আলোয় উজ্জীবিত করতে হবে।