চট্টগ্রাম ব্যুরো :
পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ।
পুলিশ সপ্তাহ ২০১৮ উপলক্ষে ২০১৭ সালে সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘ক‘ গ্রুপে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ।
চট্টগ্রাম জেলা পুলিশের কৃতিত্বপূর্ণ এ কাজের স্বীকৃতিস্বরূপ ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ জনাব এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম নিকট হতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বিপিএম, পিপিএম। এ স্বীকৃতি চট্টগ্রাম জেলা পুলিশের সকল সদস্যের মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা বৃদ্ধি করে ভবিষ্যৎ কর্মতৎপরতায় অধিক গতিশীলতা আনতে সক্ষম হবে।