সাহাব উদ্দিন :
ফুলগাজীতে পলিথিনে মোড়ানো এক নবাগত শিশুর লাশ পড়ে থাকতে দেখা যায়। শনিবার ১৪ এপ্রিল দুপুরে উপজেলার গাইন বাড়ি করইায়া কালিকাপুর সড়কের একটি কালভার্টের পাশে শিশুর লাশটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, পলিথিন মোড়ানো বাজার ব্যাগের ভিতরে লাশটি দেখতে পান। শিশুটির গলায় রশি পোঁছানো।